কড়া নিরাপত্তায় খুলল কসবার ল কলেজ

কলকাতা : জটিল পরিস্থিতিতে কসবার ল কলেজ সাময়িক বন্ধ রাখার জন্য সমস্যায় পড়ছিলেন ছাত্রছাত্রীরা। সোমবার থেকে ফের খুলল ওই কলেজ। সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা এবং নজরদারি।

প্রথম সেমিস্টারের পড়ুয়ারা পরীক্ষার আবেদনপত্র পূরণের জন্য বেলা ১০টার পর আসতে বলা হয় কলেজের তরফে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পড়ুয়াদের প্রোজেক্ট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে ১২টার মধ্যে। প্রত্যেককেই নির্দেশ দেওয়া হয় সচিত্র পরিচয়পত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সঙ্গে আনতে।

এলএলএম-এর পড়ুয়াদের কলেজে ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে। কলেজের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, হাইকোর্টের এবং প্রশাসনিক নির্দেশিকার সঙ্গে পড়ুয়াদের স্বাচ্ছন্দ্যের বিষয়সমূহ যথাসম্ভব মাথায় রাখা হচ্ছে।

গণধর্ষণের অভিযোগ এবং তার জন্য উদ্ভুত নানা ঘটনার জেরে গত ২৫ জুন থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছিল দক্ষিণ কলকাতা ল কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =