প্রায় সাড়ে তিন হাজারের বেশি পর্দায় শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। কিন্তু মধ্যপ্রাচ্যের তিনটি দেশে নিষিদ্ধ করা হয়েছে অক্ষয় অভিনীত এই ছবি ।বলিউডের বক্স-অফিস বিশ্লেষক গিরিশ জোহর তার টুইটারে এমনটাই জানিয়েছেন।মধ্যপ্রাচ্যের তিনটি দেশের স্থানীয় সরকার তাদের দেশে ছবিটির মুক্তির নিষেধাজ্ঞা আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ হল ওমান, কুয়েত এবং কাতার। ছবিটিতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন মিস ওয়ার্ল্ড কথা অভিনেত্রী মানুসী চিল্লার। পরাক্রমী সম্রাট পৃথ্বীরাজ চৌহান এর জীবনের আধারে তৈরি হয়েছে এই ছবি। শুক্রবার বড়পর্দায় ছবিটি মুক্তির আগে দর্শকদের বিশেষ বার্তা দিয়েছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন,’যারা পৃথ্বীরাজ চৌহান দেখবেন তাদের সকলকে বিনীত অনুরোধ ছবিটি নিয়ে কোনও স্পয়লার দেবেন না। এই ছবি তৈরি করতে আমাদের চার বছর সময় লেগেছে। ইতিহাস যাতে অক্ষত থাকে সেদিকে যথেষ্ট নজর রাখা হয়েছে। ছবিতে অনেক অজানা তথ্য রয়েছে। বিশেষত্ব যুবসম্প্রদায় ছবিটি দেখে অনেক কিছু শিখতে পারবে।’