ফের কমল ইপিএফের সুদের হার

‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড’ বা ইপিএফও-র সুদের হার ৮.১ শতাংশ করায় সায় দিল কেন্দ্রীয় সরকার। আগে তা ছিল ৮.৫ শতাংশ। গত চার দশকে এ নিয়ে সর্বনিম্ন মাত্রায় পৌঁছল ইপিএফও-র সুদের হার।

প্রসঙ্গত, গত মার্চে ট্রাস্টি বোর্ড বৈঠকে ২০২১-২২-এর জন্য পিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব গৃহীত হয়েছিল। ট্রাস্টি বোর্ডের সেই প্রস্তাবেই সিলমোহর দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তার পর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

গত মার্চ মাসেই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষের জন্য ইপিএফে সুদের হার প্রস্তাব করা হয় ৮.১ শতাংশ। শুক্রবার অর্থ মন্ত্রক সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এবার এই নতুন সুদের হারেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে দেশের প্রায় ৬ কোটি চাকুরিজীবী অর্থ গচ্ছিত রাখেন। সুদের হার কমায় তাঁদের সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কমবে। পরিসংখ্যান বলছে, এর আগে ১৯৭৭-১৯৭৮ সালে সবচেয়ে কম ছিল ইপিএফও-র সুদের হার (Interest Rate)। সেই সময় সুদের হার দাঁড়িয়েছিল ৮ শতাংশ। তার পর থেকে কখনই এত কম হারে সুদ পাননি চাকুরিজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =