বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ফের একবার টেস্ট দলের অধিনায়ক হিসাবে শাকিব আল হাসানের নাম ঘোষণা করে দিল। এই নিয়ে তৃতীয়বার পদ্মাপাড়ের দেশের লাল বলের ক্রিকেটে ক্যাপ্টেন হলেন শাকিব। গত মাসে মোমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ান। তারপরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড শাকিবকে বেছে নিল পরবর্তী অধিপতি হিসাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান শাকিবের ডেপুটি হিসাবে লিটন দাসকে বেছে নিয়েছে।
৩৫ বছরের শাকিব ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হয়েছিলেন। ২০১১ পর্যন্ত সেই দায়িত্ব সামলান তিনি। এরপর জিম্বাবোয়ের কাছে সিরিজ হারের পরেই শাকিবকে সরিয়ে দেয় বিসিবি। ২০১৭ সালে ফের শাকিবকে টেস্ট দলের ব্যাটন তুলে দেওয়া হয়।
মুশফিকুর রহিমের জায়গায় তিনি আসেন। তারপর শাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ায় ফের দায়িত্ব হারান। গত মাসে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হোম টেস্ট সিরিজে ০-১ হারে। যার ফলে মোমিনুল দায়িত্ব ছেড়ে দেন। শাকিব অধিনায়ক হিসাবে দায়িত্ব নেবেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে। নাজমুল হাসান বলেছেন যে, শাকিব তিন ফরম্যাটে খেলার জন্য়ই দায়বদ্ধতার কথা জানিয়েছেন তাঁকে।