কুলতলি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ময়রাচক গ্রামে কুমিরের আতঙ্ক! ময়রাচকের বাসিন্দা দিলীপ দলুই সোমবার সন্ধ্যায় দেখতে পান তাঁর পুকুরে নামছে কুমির।
তড়িঘড়ি পুকুরটির জল মেশিন বসিয়ে কমিয়ে পাড় লাইলনের জাল খাটিয়ে ঘিরে দেন দিলীপবাবু। তারপরেই তিনি বন দফতরে বিষয়টি জানান।
রাতভর চেষ্টা করে অবশেষে মঙ্গলবার সকালে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা কুমিরটি ধরা পড়েছে বন দফতরের হাতে। কুমিরটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে খবর।

