শিক্ষার পরে এবার শিল্প। আরও একটি স্কচ পুরস্কার এল রাজ্যের ঝুলিতে। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য আগেই এই পুরস্কার পেয়েছিল রাজ্য। এবার পেল শিল্প ক্ষেত্রে অবদানের জন্য।’স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ পেল রাজ্য। এই স্বীকৃতির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৮ জুন রাজ্যের প্রতিনিধির হাতে দিল্লিতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। অনলাইন সার্ভিস শুরু শিল্প ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি-সহ বিভিন্ন কারণে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির কথা নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা প্রায় ৫০০ টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি-সহ বিভিন্ন কারণের জন্য রাজ্য এই পুরস্কার পেয়েছে।চলতি বছরে রাজ্যের শিক্ষা দপ্তরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ভারতের সব রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেরা সেই হিসাবে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছিল রাজ্য। উল্লেখ্য এরও আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরও এই সম্মানে ভূষিত হয়েছে। গত ২ বছর কোভিড মোকাবিলা এবং জনপরিষেবায় ভালো কাজের জন্য বাংলা একাধিক স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। দুই বিভাগে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড’ মিলেছিল রাজ্যের। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভাল কাজ করেছিল। আর তার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল এই পুরস্কার।