হাবড়া: রাতের অন্ধকারে পাথর হামলা। ঘটনায় মৃত্যু ২ জনের, গুরুতর আহত আরও ২ জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ন্যাজাট থানার কলকাতা-বাসন্তী হাইওয়ে বয়ারমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কানমারী মোড়ে। মৃত দু’জন হলেন লক্ষ্মণ রাউত ও সাজান মোল্লা। এই ঘটনায় মূল অভিযুক্ত বকুল কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেরবেলা লক্ষ্মণ রাউত, সাজান মোল্লা, হরিপদ প্রামাণিক ও মিঠুন প্রামাণিক এই ৪ জন কলকাতা থেকে রাজমিস্ত্রি কাজ করে কানমারী এলাকয় তাদের বাড়িতে ফিরছিল। পেশায় রাজমিস্ত্রি ওই ৪ ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাদের ফেরার সময় কানমারী মোড়ে পিছন দিক থেকে পাথর ছুঁড়ে হামলা করে বকুল কামাল। পিছন দিক থেকে পাথর নিয়ে তাদের এলোপাথাড়ি ছুঁড়তে শুরু করে। বাইক চালক ও আরোহীদের মাথায় ও গায়ে লাগলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায়। ঘটনাস্থলে লক্ষ্মণ রাউতের মৃত্যু হয়। সাজান মোল্লা কলকাতা আরজিকর হাসপাতালে মারা যায়। বাকি দু’জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, এই বকুল কামাল একজন মানসিক ভারসাম্যহীন। ঘটনার পরপরই মানসিক ভারসাম্যহীন যুবক বকুল কালামকে ন্যাজাট থানার পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মারধরের অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কানমারী এলাকায়।