প্রয়াত গায়ক কে কে। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন গায়ক কে কে। তারপরই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে কে’র পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ। তিনি বাংলা, অসমিয়া, মারাঠি ভাষায় বহু গান গেয়েছেন। তার অকস্মাৎ এই মৃত্যু মেনে নিতে পারছে না গানের জগত থেকে শুরু করে তার ফ্যানেরা। জানা গিয়েছে, মঞ্চেই নাকি কে কে অসুস্থ বোধ করছিলেন। এরপর তিনি স্পট লাইট অফ করার কথাও বলেছিলেন। মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যাওয়ায় বলিউডে ও সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। কিন্তু ছবি তুলতে চাননি সংগীত শিল্পী। এরপর অসুস্থ হয়ে পড়েন সংগীত শিল্পী কেকে তথা কৃষ্ণকুমার কুননাথ। এরপর তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে। ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক।