অনলাইনে আর্থিক প্রতারণা চক্রের পান্ডা গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন কোম্পানির সিম

অনলাইনে আর্থিক প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মোবাইলের বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের বিষয়ে সাইবার ক্রাইম থানার পুলিশের সাফল্য মেলার বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশের পদস্থ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, গত ৭ ফেব্রুয়ারি মালদা শহরের অভিরামপুর এলাকার বাসিন্দা অর্ঘ্য রায় চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা গায়েব হয়ে যায়। অনলাইন প্রতারণা চক্রের মাধ্যমে পড়ে সেই টাকাটি খোয়াতে হয় জনৈক ওই ব্যক্তিকে। এরপর অর্ঘ্য রায় চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ অফিসারের তদন্ত শুরু করে । বিভিন্ন সূত্র ধরে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২৩ মে আধুল আলিম নামে প্রতারক চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়। তার বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম উদ্ধার করা হয়। এই সিমগুলি ব্যবহার করে নানাভাবে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি চালাচ্ছিল একটি চক্র। যার সঙ্গে এই আধুল আলিম জড়িত রয়েছে। ধৃতকে এর আগে সাতদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার দিন আবারও মালদা আদালতের মাধ্যমে ধৃতকে পাঁচ দিনের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়। মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি জেলাতে অনলাইনে জালিয়াতি প্রতারণা চক্র গজিয়ে উঠেছে। বিভিন্ন মানুষের পরিচয়-পত্র জালিয়াতি করে বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করছে প্রতারকেরা। এই ঘটনার সঙ্গে একশ্রেণির মোবাইল সিম ডিস্ট্রিবিউটরেরা জড়িত রয়েছে বলে অনুমান জেলা পুলিশের। পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে অর্ঘ্য রায় চৌধুরী তার অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা অনলাইনে প্রতারণা করার অভিযোগ ইংরেজবাজার সাইবার ক্রাইম থানায় দায়ের করে। তদন্তে মোবাইলের সূত্র ধরে তিন জনের নাম উঠে আসে। যাদের নম্বর ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা করা হয়েছিল। ব্যবহারকারী সেই মোবাইলের মালিকদের খুঁজে বার করার পর তাদের সূত্র থেকে আধুল আলিমের নামটি উঠে আসে। এই আধুল আলিম অনলাইন আর্থিক প্রতারণার চক্রের গ্যাং- এর সঙ্গে জড়িত। অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের একটা বড় সাফল্য এসেছে। দীর্ঘদিন ধরে রাজ্যজুড়ে অনলাইন আর্থিক প্রতারণার চক্র যে বাড়বাড়ন্ত হয়েছে, তার সঙ্গে জড়িত এক পান্ডাকে আমরা ধরতে পেরেছি। তার কাছ থেকে প্রচুর সিম উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =