গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্তর কার্যালয়, ভাঙা হল ধৃতের ভাইয়ের ক্লাবও

মালদা : বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং ধৃতের ভাইয়ের একটি ক্লাব ঘর। শনিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন মূলত ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের রেলের জমি জবরদখল মুক্ত করতেই এই অভিযান শুরু করা হয়।

এদিন আরপিএফ কর্মী এবং অফিসারদের বিশাল ফোর্স নিয়েই উচ্ছেদ অভিযান চালায় পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। আর অভিযানের শুরুতেই ২২ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে থাকা ওই কার্যালয় এবং পরে একটি ক্লাবঘর ভেঙে জায়গা জবরদখল মুক্ত করে রেল। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা নির্মাণ।

সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার। এই ঘটনা এখনও পর্যন্ত নয় জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =