মুম্বই : মুম্বইয়ের সংভাজীনগরের অম্বালা-ঠাকুরওয়াড়ি এলাকায় একটি গণবিবাহ অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ার জেরে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জনের অবস্থা গুরুতর।
তাদের সকলকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শনিবার একটি গণবিবাহ অনুষ্ঠানে খাবার খাওয়ার পরই অনেকের বমি এবং পেটের সমস্যা দেখা দেয়। ৮ বছরের সুরেশ মাধে নামে এক শিশুর মৃত্যু হয়েছে, অন্যদের অবস্থা গুরুতর।

