হাওড়া : শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ রাখা হবে জল সরবরাহ। হাওড়া পুরসভা সূত্রের খবর, প্রায় ১১ ঘণ্টা আসবে না জল।
জরুরি ভিত্তিতে পাইপলাইনের কিছু কাজের জন্যই জল সরবরাহ বন্ধ করার এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড ও ইস্ট ওয়েস্ট রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন এবং ড্রেনেজ ক্যানেল রোড এবং কামারডাঙা রোডের সংযোগস্থলে পাইপ লাইনে আন্তংসংযোগের কাজ সবে।
এর জন্য আগামী শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে পর দিন রবিবার ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত পুরো হাওড়া পুরসভার ১ থেকে ৫০ ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে।

