‘তরমুজ’ কটাক্ষ তৃণমূল নেতা কাজল শেখের মুখে

বীরভূম : ‘তরমুজ’ কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতা কাজল শেখের মুখে। তিনি বলেন, তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না। উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না’। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছরই বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকেই শিরোনামে রয়েছে সেখানকার রাজনৈতিক সমীকরণ। কাজল শেখের সঙ্গে কেষ্টর ‘দ্বন্দ্বে’র কথা কারোর অজানা নয়। এবার যেমন ফের একবার সুর চড়ালেন কাজল।

শনিবার বীরভূমের নানুর ব্লকের অধীন পাপুড়ি গ্রামে শহীদ সভা আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ সহ শাসকদলের কর্মীরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কাজল। তিনি বলেন, ‘বীরভূম জেলার বুকে তৃণমূল কংগ্রেসের যত নেতা, কর্মী রয়েছেন তাঁদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলুন। আমি একুশের, তেইশের, চব্বিশের ভোটে দেখেছি অনেকে পাঁচিলে উঠে বসেছিল। ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা থাকবে নাকি যাবে।”

কাজল বলেন, ”সজাগ থাকুন, সতর্ক থাকুন। যারা পাঁচিলে চেপেছিল, তাঁদের দিকে লক্ষ্য রাখুন। ছাব্বিশের ভোট এলে তাঁরা ফের পাঁচিলে উঠবে। তবে ভোটের পর পাঁচিলেই রাখব, নামতে দেব না। আমদের এই সংকল্প নিতে হবে’।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েও বেশ কিছু মন্তব্য করেন কাজল শেখ। তৃণমূল নেতা বলেন, ‘যারা কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে বাকিদেরও আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলাম। যাঁরা আসেননি, তাঁরা হয়তো শহীদদের ভুলে গিয়েছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =