স্প‍্যানিশ ফুটবল: ওসাসুনাকে সহজেই হারিয়ে ব‍্যবধান বাড়াল বার্সেলোনা

বার্সেলোনা : চিকিৎসকের মৃত‍্যুর জন্য স্থগিত হয়ে যাওয়া ম‍্যাচটি আবার হল বৃহস্পতিবার রাতে। একপেশে এই ম‍্যাচে ৩-০ ব‍্যবধানে জিতল ফ্লিকের দল বার্সেলোনা। দুই দলের প্রথম সাক্ষাৎকারে প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। গতকাল ঘরের মাঠে এর মধুর প্রতিশোধ নিল তারা নিয়মিত কয়েকজন খেলোয়াড় ছাড়াই। আর এই জয়ে লা লিগার শীর্ষ স্থান সুসংহত করল বার্সেলোনা।

একাদশ মিনিটে ইয়ংয়ের পাস থেকে ফেররান তরেস দলকে এগিয়ে দেন। এরপর ২১ মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান বাড়ান দানি ওলমো। স্প‍্যানিশ এই ফরোয়ার্ডকে ওসাসুনা গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। ৭৭ মিনিটে লোপেসের দারুণ ক্রসে লেভানদোভস্কি অসাধারণ হেডে ৩-০ করে দলের জয় নিশ্চিত করেন। চলতি আসরে এটি তার ২৩তম গোল।

২৮ ম‍্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =