কিছুদিন আগে হাড়োয়া বিধানসভা এলাকায় বসিরহাটের সংসদের নুসরত জাহানের নিখোঁজের একটি পোস্টার পরেছিল। সেই বিষয়ে নুসরত বৃহস্পতিবার বলেন লোকসভা কেন্দ্রে ৭টা বিধানসভার রয়েছে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হয়। কেউ যদি আমার ছবি লাগিয়ে মিডিয়াতে জনপ্রিয় হতে চায় তাতে আমার কি অসুবিধা। যে বা যারা নিখোঁজের পোস্টার লাগিয়ে ছিল তারাই এখন নিখোঁজ হয়ে বসে আছে। তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বসিরহাটের ১ নম্বর ব্লকে সোলাদানা বাজারে রক্তদান শিবির অনুষ্ঠানে এসে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এমনই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সম্প্রতিকালে অভিনেত্রী পল্লবী দে, পরবর্তীতে মডেলদের ও অভিনেত্রী বিদিশা দে দমদম নাগেরবাজার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। গত ১০ দিনের মধ্যে দুই নতুন প্রজন্মের অভিনেতা মডেলের মৃত্যু রীতিমতো দুঃখজনক। এইরকম কাজই যেন কেউ না করে ভগবানের কাছে প্রার্থনা করি। ইদানিং একটি প্রবণতা দেখা দিচ্ছে, নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা বিলাসিতা নিজেদের শিখরে পৌঁছতে গিয়ে না পেরে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা পথ বেছে নিচ্ছে এটা খুবই দুঃখের বিষয়। এটা যেন কেউ না করে।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪, পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিনের বিধায়ক সপ্তষী বন্দ্যোপাধ্যায়, বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।