কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তদন্তের নামে পুলিশি হেনস্থার অভিযোগ নিয়ে ফের কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হলো। এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডু সোমবার মামলা দায়ের করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
মামলাকারীর দাবি, যাদবপুরের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। গত ৭ মার্চও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁদের। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে মোবাইল চাওয়া হয়। তাঁরা আপত্তি করেন। তারপরেও তাঁদের হেনস্থা করা হচ্ছে বলেই অভিযোগ।
সোমবার তাঁদের ফের তলব করা হয়েছে। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের করে উদ্দীপন কুণ্ডু নামে ওই এসএফআই সমর্থক ছাত্র। দ্রুত শুনানির আর্জি জানান তিনি।

