কলকাতা : কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে প্রায় ৩০-৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার পুলিশ এক নম্বর গেট এলাকায় থেকে একটি লরি আটক করে। সেই লরিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে তারা। পাশাপাশি লরির চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জহিরুল হক।
পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে লরিটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে অসমের দিকে যাওয়ার কথা ছিল। লরিটি বারুইপুর থেকে আসছিল। সূত্রের খবর, লরিটিতে নিষিদ্ধ শব্দবাজি আসছিল সেই খবর গোপন সূত্রে পেয়ে এক নম্বর গেট এলাকায় লরির জন্য অপেক্ষা করছিল পুলিশ।
লরিটি আসতেই সেটি আটক করে পুলিশ। তারপর লরিটিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। লরির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পাড়ে বারুইপুরের চম্পাহাটি থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি অসম নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে।

