কলকাতা : রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা। তা রুখতে বিশেষ উদ্যোগ রাজ্য পুলিশের। অপারেশন ‘সাইবার শক্তি’র সাফল্য। গত ১৫ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার এ ব্যাপারে এক সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, সম্প্রতি রাজ্যে কয়েকশো সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে।
তদন্তে নেমে আমরা দেখি, পশ্চিমাঞ্চলের একটি নির্দিষ্ট অঞ্চল থেকেই সাইবার প্রতারণার অভিযোগ আসছে। সেই সূত্রে টানা ১ মাস তদন্ত চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।