কলকাতা : বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তার পর থেকেই শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিপাড়ায় আশঙ্কা দানা বাঁধে।
কর্মবিরতির অর্থ ছবি ও ধারাবাহিকের শুটিং ব্যাহত হওয়া। এর আগে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছিলেন, শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরেই নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন কাজিয়া। তিন জনের কাজও বন্ধ করে দেওয়া হয়।
টলিপাড়া সূত্রে খবর, ইন্ডাস্ট্রির একাংশ বিষয়টির সমাধানে সরকারি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টলিপাড়ায় পরিচালকদের কর্মবিরতিতে ইতি টেনেছিলেন পরিচালকেরা।

