কলকাতা : সম্প্রতি আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তাঁদের দাবি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।
রবিবার এই দাবিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, “ওনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এখন ওনারা যাদের প্রভাবে থেকে এসব বলছেন, তা এক্তিয়ার বহির্ভূত।”

