কলকাতা : শুক্রবার সকালে নিউটাউনে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারিয়েছেন এক তরুণী। সঙ্গে আরও ২ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
নিউটাউনের শাপুরজি ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও অস্পষ্ট। ঘন কুয়াশা নাকি বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ম্যাকনালী দাস, তিনি নদিয়ার বাসিন্দা। তবে থাকতেন শাপুরজি আবাসনে।
জানা গিয়েছে, এদিন সকালে একটি বাইকে করে একজন মহিলা-সহ মোট তিনজন শাপুরজি ব্রিজ থেকে শাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন। কিন্তু এর পর ঘটে দুর্ঘটনাটি। ব্রিজ থেকে নেমে কিছুটা এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা লাগে বাইকের, এর জেরেই বাইক থেকে ছিটকে পরে তিন জনই।
বাইকের পেছনের সিটে বসে থাকা ওই তরুনী মাথায় গভীর আঘাত পায়। সঙ্গে থাকা বাকি দু’জন জখম হয়। তড়িঘড়ি তিনজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেসময় কর্মরত চিকিৎসকরা ওই তরুনীকে মৃত বলে ঘোষণা করেন।

