উদয়নারায়ণপুর : হাওড়ার উদয়নারায়ণপুর থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃতের নাম শেখ শুভ। তার বাড়ি বাংলাদেশে।
উলুবেড়িয়ার বাজারপাড়ায় সে থাকত বলে জানা গিয়েছে। বুধবার রাতে উদয়নারায়ণপুর থানার পুলিস তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে পুলিস ভারতের পরিচয়পত্র উদ্ধার করেছে।
বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তাকে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে বলে জানা যাচ্ছে।

