নাবালিকাকে অপহরণের দায়ে উখড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ

মহারাষ্ট্র পুলিশ নাবালিকাকে অপহরণ করার দায়ে অন্ডাল থানা এলাকার এক যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরাজ ভগত। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিন তাকে মহকুমা আদালতের বিচারক চার দিনের ট্রানজিট পুলিশি হেপাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশমতো মহারাষ্ট্র পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে সুরাজ ভগতকে মহারাষ্ট্র নিয়ে যায়। পুলিশ অপহৃত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়।
মহারাষ্ট্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডাল থানার উখড়া এলাকার বাসিন্দা সুরাজ ভগত কর্মসূত্রে কয়েক বছর ধরে ব্যাঙ্গালুরু থাকতেন। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের বিড জেলার বছর ১৬-র এক নাবালিকার পরিচয় হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি ওই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের লোকজন। বিড থানার পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তের মোবাইল ফোন সুইচ অফ থাকায় তদন্তে প্রায় ৪ মাস কোনও সাফল্য পায়নি পুলিশ। অভিযুক্তের মোবাইল নম্বর চলতি মাসের ১৮ তারিখ ‘অন’ হতেই মহারাষ্ট্র পুলিশ মোবাইল ফোন ট্রাক করে অণ্ডাল থানার উখড়া এলাকার ঠিকানা পেয়ে যায়। বিড থানার পুলিশ আধিকারিক রাজেন্দ্র বানকর ও সুনীল আলগেড সহ ৫ জনের একটি টিম সোমবার অভিযুক্ত সুরাজ ভগতের বাড়িতে হানা দেয়। সুরাজের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার সহ সুরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের ট্রানজিট পুলিশি হেপাজতের নির্দেশ দেন। ধৃত সুরাজ ভগতের ভাই অরুণ ভগত জানান, দাদার সঙ্গে নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল। তারা বিয়ে করেছে। অপহরণের মিথ্যা মামলায় দাদাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nineteen =