ক্রিকেটের ঊর্ধ্বে পরিবার, গৃহপ্রবেশের জন্য রঞ্জি ট্রফিতে খেলবেন না বিরাট কোহলি!

লাইমলাইট সরছে না তাঁর উপর থেকে। আর সেটাই স্বাভাবিক। ব্যাটে রান আসুক বা নাই আসুক, তিনি থাকেন শিরোনামে। কারণ এই তিনি বিরাট কোহলি। সম্প্রতি তাঁকে নিয়ে ক্রিকেট মহলে হচ্ছে জোর আলোচনা। কয়েকদিন আগে দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলি জানিয়েছিলেন, বিরাট কোহলি-ঋষভ পন্থরা যদি ফিট থাকেন, তিনি আশা করবেন যে তাঁরা রঞ্জিতে খেলবেন। অবশ্য এ বার জানা যাচ্ছে অন্য তথ্য। হয়তো রঞ্জি ট্রফিতে দিল্লির জার্সিতে খেলতে দেখা যাবে না বিরাটকে। সামনে বিরাট কোহলির আলিবাগের ফার্ম হাউসের গৃহপ্রবেশ। পরিবারকে সময় দিতেই কি ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকছেন বিরাট? উঠছে সেই প্রশ্নও।

এ বারের রঞ্জি ট্রফি দুটি পর্বে। এ মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শুরু হবে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরা ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটের জন্য অনুশীলনে ফিরেছেন। মুম্বই রঞ্জি টিমের সঙ্গে রোহিত যেহেতু অনুশীলন করছেন, তাই মনে করা হচ্ছে তাঁকে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে। রোহিতের কথা উঠলেই বিরাটের প্রসঙ্গও আসতে বাধ্য। রঞ্জিতে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ম্যাচের জন্য ১৭ জানুয়ারি শুক্রবার স্কোয়াড ঘোষণা করবে ডিডিসিএ। সেখানে দিল্লি টিমকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। তবে বিরাট খেলবেন কিনা তা এখনও অনিশ্চিত।

সামনেই বিরাটের আলিবাগের ফার্ম হাউসের গৃহপ্রবেশ। ক্রিকেট মহলে অনেকেই বলছেন, এখন বিরাটের কাছে ক্রিকেটের ঊর্ধ্বে পরিবার। সে কারণেই তিনি রঞ্জিতে খেলবেন না। এরই মাঝে নেটদুনিয়ায় বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে মুম্বইতে কোহলিকে একাধিক ভক্ত ঘিরে ধরেছে। ভারতের প্রাক্তন অধিনায়ককে বরাবর অনুরাগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু এ বার তাঁর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে শোনা গিয়েছে তাঁকে বলতে যে, ‘ভাই আমার রাস্তা আটকে দিও না।’ তাঁর এ আচরণ নেটিজ়েনদের অনেকের ভালো লাগেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eleven =