আলিপুরদুয়ার : ছুটিতে বাড়ি আসাই কাল হল দার্জিলিংয়ে পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত কালচিনির দক্ষিণ লতাবাড়ির বাসিন্দা শিন্টু টিগ্গার(৪৫)।
রবিবার ভোর তিনটে নাগাদ বিকট শব্দ পেয়ে বাড়ির বাইরে আসতেই একটি দাঁতাল হাতি পিষে দেয় শিন্টুবাবুকে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রের খবর, ছুটিতে বাড়িতে এসেছিলেন ওই পুলিশ কর্মী। রবিবার ভোরে বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। তখনই একটি হাতির হামলায় তাঁর মৃত্যু হয়।

