কলকাতা : কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। শনিবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন ফের তাঁর প্রসঙ্গ উঠল।
প্রাথমিক দুর্নীতি মামলায় চার্জগঠন আটকে ‘কালীঘাটের কাকু’র জন্য! বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণের আইনজীবী সোমনাথ সান্যালকে বিচারক প্রশ্ন করেন, “আপনার মক্কেল ব্রেকফাস্ট করল?” জ্ঞান আছে না নেই? জানতে চান বিচারক। জবাবে আইনজীবী সোমনাথ সান্যাল জানান, “জ্ঞান আছে। জ্ঞান মাঝেমধ্যে আসছে যাচ্ছে। এখনও আইসিইউতে ভর্তি আছেন।”
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর আদালতে আসার পথেই জ্ঞান হারান সুজয়কৃষ্ণ। সেই সময় প্রথমে তাঁকে এসএসকেএম, রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিলেন আইসিইউতে। পরে সিসিইউতে পাঠানো হয়। বুধবার রাতে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিন সুজয়কৃষ্ণ আদালতে হাজির না থাকায় চার্জগঠন ৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি রয়েছে। কিন্তু আদালতে আইনজীবীর মন্তব্যের সঙ্গে মেডিক্যাল রিপোর্টের ফারাক বিস্তর বলে জানা যাচ্ছে।