কলকাতা : উত্তুরে হাওয়ার দাপটে জেলায় জেলায় পারদ-পতন হয়েছে, তবে শনিবার কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সামান্য তাপমাত্রা বাড়লেও, ঠান্ডা রয়েছে বেশ ভালোই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পর আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ আবারও হবে ঊর্ধ্বমুখী।