ডায়মন্ড হারবার : সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও বিএসএফ-কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক অভিযোগ করেন, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
রাজ্য পুলিশ জেহাদিদের ধরতে যথেষ্ট সক্রিয়। রাজ্য পুলিশ সাহায্য না করলে জঙ্গি ধরা পড়ত না বলে দাবি করেন অভিষেক। তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়ে’র উদ্বোধন করে সাংবাদিকদের কাছে তিনি রাজ্য থেকে জেহাদি গ্রেফতার নিয়ে মুখ খোলেন। তাঁর অভিযোগ, রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত না। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।