মালদা : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে কম্বল নিতে হুড়োহুড়ির জেরে ভেঙে পড়ল দেওয়াল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিলির আয়োজন করা হয়েছিল তুলসিহাটা বিদ্যালয়ে।
যতজনের জন্য আয়োজন ছিল তার দ্বিগুণ লোক ঢুকে পড়ে। তাতেই বাঁধে বিপত্তি। মানুষের ভিড়ে ভেঙে পড়ে একটি দেওয়াল। একাধিকজন জখম হন বলে জানা গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হরিশ্চন্দ্রপুরের ১–বি ব্লক সভাপতির নেতৃত্বে কম্বল ও খিচুড়ি বিলির কর্মসূচি ছিল। তুলসিহাটা হাইস্কুল মাঠে আয়োজন করা হয় এই কর্মসূচির। হাজার দেড়েক মানুষ এই কর্মসূচিতে আসবেন ধরে প্রস্তুতি নেন আয়োজকরা।
কিন্তু বাস্তবে হাজির হন প্রায় দ্বিগুণ মানুষ। কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভিড়ের চাপে স্কুলের মাঠে একটি দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। তাতেই জখম হন কয়েকজন মহিলাও।

