পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ১০

কোচবিহার  : কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানিতে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোয়ামারি থেকে গরুবাথানের উদ্দেশ্যে রওনা দেয় একটি বাস। স্কুল পড়ুয়া সহ প্রায় ৬০ জন যাত্রী ছিল। ঘন কুয়াশায় ৪ নম্বর কালপানিতে অপ্রশস্ত কালভার্ট পার হতে গিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। ১০ জন আহত হয়েছেন। তাঁদের কোচবিহার এমজেএন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। নজরুল ইসলাম, রতন বর্মনের অভিযোগ, সম্প্রতি একই জায়গায় ডাম্পার উলটে গিয়েছিল। দু’দিকে পাকা রাস্তা হলেও কালভার্ট সারাই করা হয়নি। অপ্রশস্ত কালভার্ট পার হতে গিয়ে বারবার দুর্ঘটনা ঘটছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলামের বক্তব্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা দাসের কাছে কালভার্ট নির্মাণের দাবি জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nineteen =