গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে ১৮ থেকে ২০ ঘন্টা চলবে ভেসেল পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনা : অপেক্ষার মাত্র কয়েকটা দিন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৫। গঙ্গাসাগর মেলা ২০২৫ কে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও ও জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এবারের মেলার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেন।

এবারের মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে স্নাণেরঘাট। অন্যদিকে প্রতিবছর মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে, ভেসেল পরিষেবায় বিঘ্ন ঘটে। এর ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভেসেল ঘাটগুলিতে পুণ্যার্থীদের। সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার ২০২৫ গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানো জেলা প্রশাসনের পক্ষ থেকে। মুড়িগঙ্গা নদীতে নাব্রতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং। সমস্ত দিক খতিয়ে দেখে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের জেলার সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা। এই বৈঠকে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দিক খতিয়ে দেখা হয়। গঙ্গাসাগর মেলা ড্রেজিং এর কাজ দেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “এ বছর পুণ্যার্থীদের সুবিধার জন্য ১৮ থেকে ২০ ঘন্টা চলবে ভেসেল পরিষেবা।”

অন্যদিকে, কুয়াশা থাকার কারণে বিভিন্ন সময় পুণ্যার্থীদের ভেসেল দিক নির্ণয় না করতে পেরে চড়ায় গিয়ে আটকে পড়ে। এর জেরে সমস্যার মধ্যে পড়তে হত পূর্যার্থীদের। সেই সমস্যা সমাধানের জন্য আন্টি ফগ লাইট এবং ইসরোর অত্যাধুনিক ব্যবস্থা এবছর গঙ্গাসাগর মেলায় থাকছে। এর পাশাপাশি বাবুঘাট থেকে কচুবেড়িয়া পর্যন্ত থাকছে পুন্যার্থীদের জন্য বাফার জোন। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে ২১ টি জেটি ৯টি অত্যাধুনিক বার্জ ও ৩৫ টি ভেসেল। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ১৬ টি বাফার জোন করা হয়েছে। প্রতিটি বাফার জন্য থাকছে, পানীয় জলের সুব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা।

গঙ্গাসাগর মেলা ২০২৫ এর জন্য থাকছে ৫ টি অস্থায়ী হাসপাতাল । থাকছে এয়ার অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স। গঙ্গাসাগর মেলা ২০২৫ এ কথা মাথায় রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা বলায় তৈরি করেছে জেলা পুলিশ। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, “গঙ্গাসাগর মেলার জন্য উচ্চপদস্থ আধিকারিকসহ প্রায় ১১৫০ পুলিশ কর্মী মোতায়েন করা থাকবে। সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারিতে খোলা হবে মেগা কন্ট্রোল রুম। গঙ্গাসাগর মেলা নাশকতার ছক বানচাল করার জন্য আকাশ পথের ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি।

পাশাপাশি জলপথে নজরদারি চালানো হবে স্পিডবোট এবং হোভারক্রাফটের মাধ্যমে। আনুমানিক ২৫০০ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা থাকবে মেলায়।” গঙ্গাসাগর মেলা অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে সেই জন্য অস্থায়ী দমকল কেন্দ্র নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রত্যেক বছরে ন্যায় এ বছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে ই-স্নান ও ই-দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

ভিন রাজ্য থেকে আশা, পুন্যার্থীরা যাতে নিরাপদে গঙ্গাসাগর মেলায় এসে মকর সংক্রান্তি পূন্যস্নান করে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য বাড়ানো হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে ৭১টি বেশি লোকাল ট্রেন। সব মিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনার করার ক্ষেত্রে বদ্ধপরিকর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eleven =