চম্পাহাটিতে বাজি বিস্ফোরণের ঘটনায় সরেজমিন পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধিরা

কলকাতা : দক্ষিণ ২৪ পরগণা জেলার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় বিস্ফোরণের তীব্রতায় কাহিল একাধিক। অনেকেই অল্প বিস্তর চোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার অকুস্থলে পৌঁছেছে কংগ্রেস এর নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রকৃত কারণ অনুসন্ধান ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া এবং জখমদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে এই সরেজমিন পরিদর্শন বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন দুপুরে সেখানে পৌঁছেছেন। বাজি বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারবর্গের সঙ্গেও শুভঙ্কর সরকার, আশুতোষ চ্যাটার্জী সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ এর তরফে প্রমুখ উপস্থিত ছিলেন ও দীর্ঘ বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 13 =