মুর্শিদাবাদ : শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের যুব তৃণমূল কংগ্রেস নেতা পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। খবর লেখা পর্যন্ত কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি। তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীরা জড়িত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে চার চাকার গাড়িতে করে নিজের বাড়িতে ফিরছিলেন তৃণমূল নেতা পাপাই ঘোষ।
বহরমপুর রিং রোড হয়ে বাড়ি যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়। এ ঘটনায় গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। পাপাই ঘোষের সবসময় একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকে কিন্তু শনিবারের ঘটনার সময় নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
ঘটনার বিষয়ে পাপাই ঘোষ বলেন, তিনি রাজনীতি করেন। এ ঘটনার পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর হাত থাকতে পারে। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করতে পারে পুলিশ।

