বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন কালো আর্ম ব্যান্ড পরে ফিল্ডিং করতে নামেন বিরাট, রোহিতরা।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন মনমোহন। সেখানেই বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিট নাগাদ মারা যান মনমোহন সিং। ৯২ বছর বয়সে তিনি প্রয়াত হন। ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়। এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু’বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন।
আর তাই মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে টিম ইন্ডিয়া এদিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে ফিল্ডিং করতে নেমেছিল। মনমোনহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রীড়াবিদরা। টিম ইন্ডিয়াও জানাল শেষ শ্রদ্ধা। এদিকে, অস্ট্রেলিয়া রানের পাহাড়ে উঠে বসে আছে। প্রথম ইনিংসে করে ফেলেছে ৪৭৪ রান। শতরান করেছেন স্টিভ স্মিথ। জবাবে ভারতের শুরু ভাল হয়নি।

