মালদা : আমবাগানে তরুণীর জ্বলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার প্রবল শোরগোল দেখা দেয় চাঁচোলে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে তরুণীকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার সকালে মালদার চাঁচোলের মালতিপুরের কিছু বাসিন্দা চাঁচোল ২ নম্বর ব্লক অফিসের কাছে যেতেই দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। পাশে পড়েছিল জুতো, সোনার কানের দুল, পোশাক। ছিল চাপ চাপ রক্তও। জ্বলছে তরুণীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।
ইতিমধ্যেই নিকটবর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে। কোনও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কি না, তার ভিত্তিতে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

