কলকাতা : দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক এলাকায় ১২ বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে এক জল ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।
অভিযুক্ত প্রায়ই নাবালিকার বাড়িতে জল দিতে যেত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জল দিতে গিয়েই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে। এর পর গভীর রাতে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত জল ব্যবসায়ীকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই।