শিলিগুড়িতে ১৩০ কেজি গাঁজা–সহ এসটিএফের হাতে ধৃত চার

শিলিগুড়ি : গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ-এর শিলিগুড়ি ইউনিট ঘোকসাডাঙ্গা থানা এলাকার উন্নিসাবিসা এলাকার হিমঘর চৌপাঠীর কাছে অভিযান চালিয়ে একটি বারো চাকার ট্রাক থেকে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে এই অভিযানে চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ধৃত সঞ্জু কুমার (৩২), কমল সিং চৌহান (৩৮), জিতেন্দ্র সিং (৩৮) এবং রাহুল কাশ্যপ (২৫)৷ এরা সবাই উত্তর প্রদেশের ফারুখাবাদ ও ময়নপুরি জেলার বাসিন্দা। জেরায় পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

শুক্রবার এসপি ইন্দ্রজিৎ বসু বলেন, অভিযুক্তরা এই মাদক দ্রব্য কোচবিহার থেকে উত্তর প্রদেশে পাচার এবং বিক্রি করার চেষ্টা করছিল। ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করলে তাতে লুকিয়ে রাখা ১৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসটিএফ এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু বলেন, এই চোরাচালান চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চোরাচালানের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eleven =