কলকাতা : পার্ক স্ট্রিট থেকে বেশি রাতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান নামের বছর সাঁইত্রিশের এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক আদতে বাংলাদেশের নড়াইল জেলার নতুনগঞ্জের বাসিন্দা। বৈধ পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢোকেন তিনি।
ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি এ দেশে এসে নকল পরিচয়পত্র তৈরি করেন। তৈরি করেন ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথি। পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন কাজে এই ভুয়ো নথিগুলি ব্যবহার করতেন ওই যুবক। প্রতারণামূলক কাজেও এই নথি ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তাই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে লালবাজার।