নয়াদিল্লি : মহিলা ও শিশুকল্যাণ দফতরের পক্ষ থেকে নোটিশ প্রসঙ্গে বিজেপির সমালোচনা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক্স মাধ্যমে কেজরিওয়াল লিখেছেন, মহিলা সম্মান ও সঞ্জীবনী যোজনায় বিজেপি বিরক্ত। আগামী কিছু দিনের মধ্যে ভুয়ো মামলা করে অতিশীজিকে গ্রেফতার করা তাঁদের পরিকল্পনা।”
উল্লেখ্য, মহিলাদের জন্য মাসে ২১০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এএপি, এছাড়াও প্রবীণদের জন্য ঘোষণা করা হয়েছে সঞ্জীবনী যোজনা। অথচ, দিল্লি সরকারের মহিলা ও শিশু কল্যাণ দফতর জনিয়েছে, মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁরা
জানতে পেরেছে, একটি রাজনৈতিক দল ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’-এর অধীনে দিল্লির মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়ার দাবি করছে। “এটি স্পষ্ট করা হয়েছে যে দিল্লি সরকার এই ধরনের কোনও প্রকল্পকে অবহিত করেনি,” মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এদিন জাতীয় সংবাদপত্রে জারি করা পাবলিক নোটিশে এমনটাই জানিয়েছে।