চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা আইসিসির, ভারত-পাকিস্তান মহারণ দুবাইতে

চ্যাম্পিয়ন্স ট্রফি জট খুলেছিল কয়েকদিন আগেই। অপেক্ষা ছিল সূচি প্রকাশের। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণ সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। এই জট খোলার পর থেকেই সূচি ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। সূত্র মারফত একটি ড্রাফ্ট সূচিও পাওয়া গিয়েছিল। এ বার সরকারি ভাবেই আইসিসি সূচি ঘোষণা করে দিল। বহু প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইতে।

শেষ বার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। ফিরতে চলেছে এই টুর্নামেন্ট। ২০২৫ সালের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট। ১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল ৯ মার্চ। পাকিস্তান এবং দুবাইতে মিলিত ভাবে হবে ম্যাচগুলি। আট দলের এই টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপও বলা যায়। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনও আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২.৩০ থেকে খেলা শুরু।

১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, ভারত থাকলে দুবাইতে
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, ভারত থাকলে দুবাই
৯ মার্চ: ফাইনাল, গদ্দাফি স্টেডিয়াম, লাহোর। ভারত ফাইনালে উঠলে ম্যাচ দুবাইতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =