পাটনা : ৭০-তম বিপিএসসি পরীক্ষা পুনরায় নিতে হবে, এই দাবিতে অনড় শিক্ষার্থীরা। মঙ্গলবারও নিজেদের অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
এদিন শিক্ষার্থীদের এই অনশনে যোগ দেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব।
তিনি বলেছেন, “আমরা চাই সমস্ত বিরোধী সাংসদ এবং বিধায়করাও এখানে আসুক, বিহার জুড়ে শাসকদলের সাংসদ এবং বিধায়কদের বাড়ির বাইরে অবস্থান নিক জনতা। এটা রাজনীতি নয়, তাঁরা প্রতিবাদ করছেন। তাঁদের একটাই দাবি, পরীক্ষা আবার নেওয়া হোক।”