কলকাতা : সিবিআইয়ের বিশেষ আদালত থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। প্রাথমিক নিয়োগ মামলার পঞ্চম চার্জশিটে নাম ছিল তাঁর।
সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। সে কারণে ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, সুজয়কৃষ্ণ ভদ্রের আদালতে হাজিরার কথা ছিল। সমন পাঠানো হয়েছিল পার্থবাবুর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। সে কারণে বিদেশ থেকে ভারতে আসেন তিনি। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরাও দেন তিনি।
তদন্তে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থবাবুর মেয়ে-জামাই। তাঁদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায়। সেই সংস্থাগুলির মাধ্যমে টাকা পাচার করা হত বলেও খবর। ইডির দাবি, মার্কিন মুলুকে বসেই তিনি সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। ওই সংস্থাগুলির মাধ্যমে কীভাবে কালো টাকা সাদা হয়েছে, তা কল্যাণময়বাবু জানেন। সেই সংক্রান্ত তথ্য পেতেই তাঁকে ইডির জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়। যদিও বেনামি সম্পত্তি তাঁর নয় বলেই দাবি করেছিলেন কল্যাণময়বাবু।

