পিলভিট : উত্তর প্রদেশের পিলভিটে এনকাউন্টারে খতম হয়েছে তিন খলিস্তানি জঙ্গি। তারা পঞ্জাব পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল। সোমবার সকালে উত্তর প্রদেশ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এনকাউন্টারে তিন খালিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে।
পঞ্জাব এবং উত্তর প্রদেশ পুলিশের তরফে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়। উত্তর প্রদেশের পিলভিটে তাদের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ দল সেখানে পৌঁছয়। কিন্তু পুলিশের দাবি, তাদের দেখে তিন জঙ্গি গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও।
গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি, পরে তাদের মৃত্যু হয়। এনকাউন্টারস্থল থেকে দু’টি একে-৪৭ রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ও একটি বাইক উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গিরা পঞ্জাবের গুরুদাসপুরে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল।