কোচবিহার : কোচবিহারের ঘোকসাডাঙার ছোট শিমূলগুড়ি এলাকায় শনিবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোকসাডাঙা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তরুণ বর্মন (৩৪)। তাঁর বাড়ি ছোট শিমূলগুড়ি এলাকায়। গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও দ্রুতগামী গাড়ি ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।