বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি

বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে নেই মহম্মদ সামি। শনিবার হায়দরাবাদে দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা। সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসারকে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিজয় হাজারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া। মুস্তাক আলির পর হাঁটু ফুলে যাওয়ায় কোনও ঝুঁকি নিতে চায়নি বাংলার টিম ম্যানেজমেন্ট এবং সিএবি। যাতে সম্পূর্ণ ফিট হয়ে জাতীয় দলে ফিরতে পারেন তারকা পেসার। এক বছর মাঠের বাইরে থাকার পর রঞ্জি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সামি। কামব্যাকেই নজর কাড়েন। সাত উইকেট নেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয় উইকেট তুলে নেন। ভাবা হয়েছিল, এই পারফরম্যান্সের পর নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াগামী বিমানে চাপবেন ভারতীয় পেসার। কিন্তু আবার হাঁটুর সমস্যা দেখা দেয়। হাঁটু ফুলে যায় সামির।

ব্রিসবেন টেস্টের শেষে সামিকে নিয়ে প্রশ্ন করতেই চটে যান রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এবার এনসিএর কোনও কর্তার সামিকে নিয়ে আপডেট দেওয়া উচিত। কারণ ওখানেই ও রিহ্যাব করছে। তাঁদেরই এগিয়ে এসে আমাদের আপডেট দেওয়া উচিত।’ একইসঙ্গে ভারতের নেতা স্পষ্ট জানিয়ে দেন, সামিকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত হওয়ার পরই জাতীয় দলে ফেরানোর কথা ভাবা হবে। রোহিত বলেন, ‘জানি দেশে ও প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলছে। কিন্তু ওর হাঁটুর চোট আবার দেখা দিয়েছে। ওর ফিটনেস নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনও ঝুঁকি নেব না।’ অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটে ফিরলেও সামির আন্তর্জাতিক প্রত্যাবর্তন এখনও বিশ বাঁও জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =