ম্যাচের আগের দিন হোসে মোলিনা জানিয়েছিলেন, ভাল খেলে জিততে চান। গোয়া থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরায় বিষয়ে আশাবাদী শোনায় বাগান কোচকে। কিন্তু আদতে হল উল্টো। মান্ডবীতে নৌকাডুবি। চার ম্যাচ জয়ের পর গোয়ায় মুখ থুবড়ে পড়ে সবুজ মেরুন। বাগান কোচ মনে করছেন, প্রথম গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। ভাগ্যকে দুষলেন স্প্যানিশ কোচ। মনে করেন, ম্যাচটা তাঁদের জেতা বা ড্র করা উচিত ছিল। মোলিনা বলেন, ‘ম্যাচটা ভাল হয়েছে। দুই দলের জন্যই কঠিন ছিল। দুটো দলই গোল করার চেষ্টা করে। আমাদের দুর্ভাগ্য। ম্যাচটা আমাদের জেতা বা ড্র করা উচিত ছিল। প্রথম গোলটা ওরা ভাগ্যের জোরে পেয়েছে। ম্যাচের প্রথম গোল সবসময় গুরুত্বপূর্ণ। ওদের দ্বিতীয় গোলটা ভাল।’
বাগান কোচ মনে করেন, যে সুযোগ তাঁর দল পেয়েছিল, দ্বিতীয় গোল হওয়া উচিত ছিল। শেষদিকে আক্রমণভাগের ফুটবলার বাড়িয়ে শেষ চেষ্টা করেন। কিন্তু এদিন কাজে লাগেনি। মোলিনা বলেন, ‘আমরা সুযোগ পেয়েছিলাম। আরেকটা গোল করা উচিত ছিল। আমরা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু গোল করতে পারিনি। আমরা প্রত্যেক ম্যাচ জেতার চেষ্টা করি। শেষদিকে খেলা ওপেন হয়ে যায়। স্ট্রাইকার বাড়িয়ে দিয়েও সাফল্য আসেনি।’ এদিনের জয় তিন নম্বরে পৌঁছে দিয়েছে এফসি গোয়াকে। তবে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়ে তৃপ্ত মানোলো মার্কুয়েজ। বলেন, ‘জানতাম ম্যাচটা কঠিন হবে। আমাদের ভাল খেলতেই হত। মোহনবাগান টপ টিম। তবে এদিন ওরা তেমন ভাল খেলতে পারেনি। ম্যাচ সমানে সমানে হয়েছে। আমাদের জয় প্রাপ্য। আমি এই জয়ে তৃপ্ত।’ গত পাঁচ মরশুম ভারতে কোচিং করাচ্ছেন। এই প্রথম নিজের দেশে পরিবারের সঙ্গে ক্রিসমাস কাটানোর সুযোগ পাচ্ছেন মানোলো।