নয়াদিল্লি : রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই বিরোধী জোট ইন্ডি-র সাংসদেরা একজোট হয়ে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন রাজ্যসভায়।
কিন্তু অনাস্থা প্রস্তাব বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং।
উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়কে অপসারিত করার জন্য আনা এই অনাস্থা প্রস্তাবে ত্রুটি রয়েছে বলে মনে করছেন রাজ্যসভায় ধনখড়ের ডেপুটি হরিবংশ। তা ছাড়া ধনখড়ের সম্মান নষ্টের অভিপ্রায়ে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে বলে মনে করছেন ডেপুটি চেয়ারম্যান।