কলকাতা : মেয়ের খুনের তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে ‘অভয়া’-র বাবা-মা। বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানান তাঁরা।
তাঁদের কথায়, “বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক।” তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন মৃতার বাবা-মায়ের।
আরজি করের ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণ মামলায় গত শুক্রবারই জামিন পেয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গে জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলও। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। তাই জামিন দেওয়া হয়েছে বলে জানায় আদালত।
এই খবরেই কার্যত হতাশায় ডুবে গেছিলেন নির্যাতিতার বাবা-মা। তারপর থেকেই চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এবার কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হল নির্যাতিতার পরিবার।