ধাক্কাধাক্কিতে গুরুতর আহত বিজেপির দুই সাংসদ, কংগ্রেসকে তোপ শিবরাজের

নয়াদিল্লি : সংসদের বাইরে বিশৃঙ্খলা ও বিজেপির দুই সাংসদ আহত হওয়ার ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হয়েছেন। উভয় সাংসদকে রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। তাঁদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রহ্লাদ যোশী। শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে শিবরাজ সিং চৌহান বলেছেন, “সংসদীয় ইতিহাসে এটি একটি কালো দিন। গণতন্ত্রকে ছিন্নভিন্ন ও অপমান করা হয়েছে। রাহুল গান্ধী ও কংগ্রেস দলের গুন্ডামির মতো নজির আর নেই। ভারতের সংসদীয় ইতিহাসে এমন আচরণ কখনও দেখা যায়নি। তাঁরা হরিয়ানা ও মহারাষ্ট্রকে হারিয়ে সংসদে নিজেদের হতাশা প্রকাশ করছেন কেন? রাহুল গান্ধী এবং কংগ্রেসের লোকজনকে গণতন্ত্রের আচরণ বোঝানোর জন্য একটি কর্মশালা ডাকা উচিত। আমি দুঃখিত, অমিত শাহের বক্তৃতা কংগ্রেসকে উন্মোচিত করেছে। তাঁরা এতে এতটাই হতাশ যে তারা এখন গুন্ডামিতে নেমে পড়েছে। আমরা এই গুন্ডামিকে নিন্দা জানাই।”

আরএমএল হাসপাতালের এমএস ডাঃ অজয় ​​শুক্লা বলেছেন, “আমরা তাঁদের দু’জনকেই (প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত) স্থিতিশীল করার চেষ্টা করছি। চিকিৎসা শুরু হয়েছে… যেহেতু তাঁদের দু’জনেরই মাথায় আঘাত লেগেছে, তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

প্রতাপ সারঙ্গীর প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি সচেতন কিন্তু মাথা ঘোরা ও বিপি বেড়ে গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =