ব্রিসবেন : বুধবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচের ৫ দিনে অস্ট্রেলিয়া ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৭৫ রান। এরপর ভারত ব্যাটিংয়ে নেবে ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান করার পর বৃষ্টি নামে।
সেই সময় চা পানের বিরতি ঘোষণা করা হয়। কিন্তু চা পান বিরতির পর খেলা শুরু করা যায়নি ভালো আলো না থাকার জন্য। ফলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। তৃতীয় টেস্ট ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল।
ভারত প্রথম ইনিংসে ২৬০ রানে অল আউট হয়ে যাবার পর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৮৯ রান করেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটিl ঘরের মাঠে টেস্টে দলের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেবার অস্ট্রেলিয়া অল আউট হয়ে গিয়েছিল ৪২ রানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সাতটি উইকেটের মধ্যে বুমরাহ নিয়েছেন ৩টি উইকেট আর সিরাজ ও আকাশ নিয়েছেন দুটি করে উইকেট।